স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা সর্ম্পকে জানতে চান? আমারা অনেকেই ঘুমে থাকা অবস্থায় স্বপ্নে মরা মানুষ দেখে থাকি। আর তখনই মনে সন্দেহ জাগে মৃত মানুষ স্বপ্নে দেখলে কি হয়। স্বপ্ন মানুষ দুই ভাবে দেখে থাকেন একটি হচ্ছে ভালো স্বপ্ন এবং আরেকটি হচ্ছে খারাপ স্বপ্ন।
আবার কিছু কিছু স্বপ্ন
  আছে যেইগুলো দেখলে আমাদের জীবনের নানা বিষয় ইঙ্গিত প্রকাশ করে। আজকে আপনারা
  জানতে পারবেন মরা মানুষ স্বপ্নে দেখলে কি হয় আর কেনোই বা আমার এই স্বপ্ন গুলো
  দেখি। তবে চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয়
  ইসলামিক ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য।
আরো পড়ুনঃ স্বপ্নে নিজেকে পালাতে দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
সূচিপত্রঃ স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
- স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
- মৃত ব্যক্তিকে স্বপ্নে মৃত দেখলে কি হয়
- মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়
- স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখলে কি হয়
- স্বপ্নে মৃত ব্যক্তিকে জড়িয়ে ধরতে দেখলে কি হয়
- গর্ভাবস্থায় স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়
- স্বপ্নে মৃত ব্যক্তিকে খেতে দেখলে কি হয়
- স্বপ্নে মৃত ব্যক্তি কিছু দিলে কি হয়
- স্বপ্নে মৃত মানুষ ডাকলে কি হয়
- মৃত ব্যক্তিকে স্বপ্নে জীবিত দেখলে করণীয়
- স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখলে কি হয়
- স্বপ্নে মৃত মানুষকে আবার মরতে দেখলে কি হয়
- শেষ কথাঃ স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
    স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবত দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা আপনারা অনেকেই জানতে
    চান। আসলে মৃত ব্যক্তিকে
    স্বপ্নে দেখলে কি হয় অথবা মৃত ব্যক্তিকে বাড়ির আশেপাশে জীবিত কেউ দেখেন তাহলে
    হাদিসে এসেছে মৃত ব্যক্তির ব্যাপারে যেটা দেখবেন সেটাই সত্য বলে ধরে নেওয়া
    হবে।
  
  
    কারণ সেটা হচ্ছে এমন একটি জগৎ যেখানে কোনো ধোঁকা নেই এবং সেখানে কোনো প্রতারণা
    নেই। তাই স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখা এটা খুব একটা ভালো লক্ষণ নয়। আবার
    এই হাদিসের মধ্যে এসেছে মৃত ব্যক্তিকে যদি কেউ খুব সুন্দর দেখে, হাসি খুশি দেখে
    তাহলে ধরে নিতে হবে আসলেই সে কবরের মধ্যে ভালো অবস্থানে আছে।
  
  
    আবার কেউ যদি তাকে মোটাসোটা দেখে, জীর্ণশীর্ণ, হালকা পাতলা দেখে বা রোগ দেখে
    অথবা পুরোনো কাপড়ে দেখে তাহলে ধরে নিতে হবে তার কবরের মধ্যে আজাব হচ্ছে শাস্তি
    হচ্ছে এটা বুঝতে হবে। এইজন্য স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখা এটা মৃত
    ব্যক্তির কবরের মধ্যে কোনো কিছুর সম্মুখীন হয়েছে বা আজাব গজব হতে পারে।
  
  
    এইজন্যে তার নামে দান এবং দোয়া করা উচিত। যেহুতু মৃত্যুর পরে করো কোনো আমল
    করার সুযোগ থাকে না। তাই এমন কাজ গুলো যারা করবে এমন স্বপ্ন গুলো যারা দেখবে
    তাদের জন্য তাদের নাম দান ও দোয়া করা উচিত।
  
  
    আর মূল কথা হচ্ছে যেই অবস্থাতেই দেখেন না কেন দান সদকা করবেন। দান সদকা করলে
    আপনার জীবনের গুনাহ্ গুলো মাফ করে আল্লাহ্ তায়ালার ক্রোধকে দমন করে, আপনার
    উন্নতি সহ অনেক কিছু। এছাড়াও মৃত ব্যক্তির কবরেও এর সোয়াব যাবে এবং আপনার আমল
    নামায়ও থাকবে অনেক ভালো।
  
  
  মৃত ব্যক্তিকে স্বপ্নে মৃত দেখলে কি হয়
মৃত ব্যক্তিকে স্বপ্নে মৃত দেখলে
    কি হয় আর এর ইসলামিক ব্যাখ্যাই বা কি জানা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি স্বপ্নে
    দেখে যে তার বাড়ির আশেপাশে অথবা কোনো মৃত ব্যক্তি সে আবার মারা গেছে তাহলে ঐ
    স্বপ্নদ্রষ্টার নিকটতম কোনো আত্মীয় মারা যাবে।
  
  মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়
মৃত ব্যক্তি স্বপ্নে দেখলে কি হয় এর
    অর্থ কি বা ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে। আমারা অনেকেই স্বপ্নে মৃত মানুষ দেখে
    থাকি যেটা আমাদের জন্য খুব একটা ভালো লক্ষণ না। মরা মানুষ স্বপ্নে দেখলে আমাদের
    খারাপ কিছুর ইঙ্গিত প্রকাশ করে।
  
  
    হাদিস অনুযায়ী এর ব্যাখ্যা হচ্ছে আপনার মৃত্যুর সময় খুব নিকটে হয়তো ঠিক এই
    কারণেই আপনি বারবার মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখছেন। তাই স্বপ্নে মৃত ব্যক্তিকে
    জীবিত দেখা হলে অবশ্যই আল্লাহ্ তায়ালার নিকট দান সদকা এবং দোয়া করুন।
  
  
  স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখলে কি হয়
    স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা আপনারা
    অনেকেই জানতে চান। স্বপ্নে যদি কেউ দেখে সে নিজে করব খুঁড়ছে এবং মৃত ব্যক্তি
    তার পিছন থেকে ডাকছে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা দীর্ঘায়ু লাভ করবে।
    এছাড়াও স্বপ্নে মৃত ব্যক্তির সাথে কথা বলা অসুস্থতা হওয়ার আলামত।
  
  
    অনেক সময় আপনি আপনার পরিবারের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর সাথে কিছু
    আলোচনা করছেন কিন্তু আসলে তারা অনেক আগেই মারা গিয়েছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে
    আপনার পাপ কাজের আলামত বুঝিয়ে থাকে। কোনো ধনী ব্যক্তি যদি মৃত ব্যক্তির সাথে
    কথা বলতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে সে নিজে গরীব হওয়ার আলামত।
  
  
    এছাড়াও কোনো গরিব ব্যক্তি যদি কোনো মৃত ধনী ব্যক্তির সাথে কথা বলতে দেখে তাহলে
    এটা তার ভালো অবস্থার প্রতি ইঙ্গিত প্রকাশ করে থাকে। কেউ যদি কোনো শহীদ মৃত
    ব্যক্তির সাথে কথা বলতে দেখে সে শহীদি মৃত্যু বরণ করেছেন এটা কখনও কখনও তার
    অবস্থা ভালো হওয়ার আলামত।
  
  
    আরো পড়ুনঃ স্বপ্নে কামরাঙ্গা দেখলে কি হয় জেনে নিন
  
  স্বপ্নে মৃত ব্যক্তিকে জড়িয়ে ধরতে দেখলে কি হয়
    মৃত মানুষ স্বপ্নে দেখলে কি হয় আমরা অনেকেই এর আসল ব্যাখ্যা জানি না। এছাড়াও
    স্বপ্নে মৃত ব্যক্তিকে জড়িয়ে ধরতে দেখলে কি হয় এই সম্পর্কে ব্যাখ্যা জানলে
    আপনিও অবাক হয়ে যাবেন। যদি কোন ব্যক্তি ঘুমের স্বপ্নে দেখে মৃত ব্যক্তি তাকে
    সালাম দিয়েছে তবে এটা আল্লাহর নিকট ভালো অবস্থা বা সম্মানের প্রতি ইঙ্গিত।
  
  
    অর্থাৎ স্বপ্নদ্রষ্টা ব্যক্তির আল্লাহর কাছে ভালো অবস্থা বা সম্মানের প্রতি
    ইঙ্গিত করে। আবার কেউ যদি স্বপ্নে দেখে মৃত ব্যক্তি ঘুমের ঘোরে তার হাত ধরছে
    তাহলে এর ব্যাখ্যা হবে যেদিক হতে সে নিরাশ বা হতাশায় ডুবে গিয়েছিল সেদিক হতে
    সম্পদ হাতে আসবে। আর যদি দেখে স্বপ্নে মৃত ব্যক্তি তার সাথে ভালবাসায় আলিঙ্গন
    বা জড়িয়ে ধরলো এটা হায়াত বৃদ্ধি পাবার লক্ষণ।
  
  
    আবার যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখে যে মৃত ব্যক্তি তার সাথে ঝগড়া বা ঝামেলা
    করে তাকে জড়িয়ে ধরছে তাহলে ইহা খারাপ লক্ষণ বা অকল্যাণ স্বপ্ন বলেই গণ্য করা
    হবে। এতে স্বপ্নদ্রষ্টার অনেক বড় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রকাশ করে।
  
  
  গর্ভাবস্থায় স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয়
    গর্ভাবস্থায় স্বপ্নে মৃত মানুষ দেখলে কি হয় এর ইসলামী ব্যাখ্যা ভালো। আপনারা
    অনেকেই গর্ভাবস্থায় স্বপ্নে মৃত মানুষ দেখে থাকেন এবং কৌতূহল হয়ে পড়েন।
    গর্ভাবস্থায় স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে তার মৃত পিতা মাতাকে দেখেন তাহলে এর
    মাধ্যমেও কিন্তু তার ছেলে হবে না মেয়ে হবে এর একটি ইশারা আল্লাহ আমাদের দিয়ে
    থাকেন।
  
  
    যদি এই স্বপ্নদ্রষ্টার পিতা-মাতা মৃত হয়ে থাকেন তাহলে এই অবস্থায়
    স্বপ্নদ্রষ্টা যদি তার পিতাকে দেখেন, যদি দেখেন তার পিতা অত্যন্ত যুবক অথবা
    পিতা অত্যন্ত সুন্দর অথবা পিতার আর্থিক অবস্থা অনেক ভালো অথবা পিতা তার কাছে
    চলে আসতেছে।
অর্থাৎ মৃত বাবা যদি তার বাড়িতে চলে আসে অথবা তার মৃত বাবা তাকে কোন কিছু
    হাদিয়া দিতে দেখে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার পুত্র সন্তান জন্মগ্রহণ করার
    ইশারা বহন করে থাকে। এছাড়া এই অবস্থায় এই স্বপ্নদ্রষ্টা নিজের মাকে স্বপ্নে
    দেখে অর্থাৎ তার নিজের মা তাকে কোন কিছু হাদিয়া দিচ্ছে অথবা তার মাকে অত্যন্ত
    সুন্দর দেখে অর্থাৎ তার মাকে যেভাবেই দেখে তাহলে এর ব্যাখ্যা হবে
    স্বপ্নদ্রষ্টার কন্যা সন্তান জন্মগ্রহণ করার সম্ভাবনা রয়েছে।
  
    এছাড়াও যদি গর্ভাবস্থায় স্বপ্নে অপরিচিত মৃত মানুষ দেখে তাহলে এটি কন্যা
    সন্তান হবে না ছেলে সন্তান হবে এটার ইঙ্গিত বহন করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে
    গর্ভাবস্থায় স্বপ্নে কেউ যদি মৃত ব্যক্তি দেখে আর সেই ব্যক্তি যদি পুরুষ হয়ে
    থাকে তাহলে স্বপ্নদ্রষ্টার ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং স্বপ্নদ্রষ্টা
    যদি স্বপ্নে মৃত কোন মহিলাকে দেখে সে ক্ষেত্রে স্বপ্নদ্রষ্টার কন্যা সন্তান
    হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
  
  
  স্বপ্নে মৃত ব্যক্তিকে খেতে দেখলে কি হয়
স্বপ্নে মৃত ব্যক্তিকে খেতে দেখলে কি হয়
    এর ইসলামিক ব্যাখ্যা খুব ভালো। কেউ যদি স্বপ্নে দেখেন করা মরা ব্যক্তি যিনি
    ইতিপূর্বে মারা গেছেন তার সঙ্গে একসাথে কিংবা আলাদা ভাবে কোনো কিছু খাচ্ছে
    তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা যিনি এই স্বপ্নটি দেখছেন তিনি তার স্ত্রী,
    সন্তান, পরিবার অথবা টাকা পয়সা দ্বারা সুখ শান্তি লাভ করবে। এছাড়াও বেঁচে
    থাকা কালীন এলাকার মানুষ জন দ্বারা সুখ শান্তি এবং সম্মান পাবে।
  
  স্বপ্নে মৃত ব্যক্তি কিছু দিলে কি হয়
স্বপ্নে মৃত ব্যক্তি কিছু দিলে কি হয়
    আমারা এর সঠিক ব্যাখ্যা জানিনা। স্বপ্নে মৃত ব্যক্তি কিছু দিলে কি হয় ইসলামিক
    ব্যাখ্যা হবে যেখান হতে তার কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না সেই জায়গা থেকে সে
    কল্যাণ বরকত লাভ করবে।
  
  
    অর্থাৎ কল্যাণ ও বরকত পাবে ইনশাল্লাহ। যদি স্বপ্নদ্রষ্টা দেখে স্বপ্নে মৃত
    ব্যক্তি তাকে নতুন বা পরিষ্কার জমা দিয়েছে তাহলে মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে
    যেমন জীবিকা নির্বাহ করছে বা তার যেমন অর্থ সম্পদ ছিল ঠিক সেইরকম
    স্বপ্নদ্রষ্টার অবস্থার পরিবর্তন ঘটবে।
  
  
    অর্থাৎ সে যদি সুখে থেকে তাহলে স্বপ্নদ্রষ্টাও সুখে থাকবে আর যদি কষ্টে থাকে
    তাহলে স্বপ্নদ্রষ্টাও কষ্টে থাকবে। স্বপ্নে মৃত ব্যক্তি চাদর দিতে দেখলে তার
    ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা মৃত ব্যক্তির পদমর্যাদা লাভ করবে এবং সম্মানিত হবে
    ইনশাল্লাহ। অর্থাৎ মৃত ব্যক্তি যদি বড়লোক হয়ে থাকে তাহলে সেও বড়লোক হবেন
    আবার যদি চেয়ারম্যান হয়ে থাকেন তাহলে স্বপ্নদ্রষ্টাও একদিন চেয়ারম্যান হবেন।
  
  
    এছাড়াও স্বপ্নে মৃত ব্যক্তি যদি আপনাকে ছেড়া ফাটা বা ময়লা দাগ যুক্ত কাপড়
    দিতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হবে আপনি গরিব হয়ে থাকার সম্ভবনা আছে। এইজন্য
    আপনাকে আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করবেন এবং আপনার ভুল ত্রুটি যেন আল্লাহ
    ক্ষমা করে দেন তার জন্য বেশি বেশি করে দান সদকা এবং দোয়া করবেন।
  স্বপ্নে মৃত মানুষ ডাকলে কি হয়
    স্বপ্নে মৃত মানুষ ডাকলে কি হয় এইটা আমারা অনেকেই জানি না। অনেক সময় আমারা
    স্বপ্নে দেখি যে আমাদের মৃত বাবা মা অথবা আত্মীয় স্বজন মারা গেছে কিন্তু তারা
    স্বপ্নে আমদেরকে ডাকছেন এর ব্যাখ্যা কোনো কোনো সময় ভালো হয় আবার কোনো কোনো
    সময় খারাপ হয়।
  
  
    আল্লাম মুহাম্মদ ইবনে সিরীন (রহ.) তার স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করেছেন
    যে স্বপ্নে মৃত মানুষ ডাকলে অনেক সময় যিনি স্বপ্নটি দেখছেন অর্থাৎ
    স্বপ্নদ্রষ্টার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ তার সময় হয়তো শেষ হয়ে
    এসেছে। তাই স্বপ্নে মৃত তাকে ডাকছে।
  
  
    যদি এমনটি হয়ে থাকে এবং সপ্ন দেখে ভয় পেয়ে থাকেন তাহলে এই স্বপ্নগুলো কাউকে
    না জানিয়ে দান সদকা করুন আল্লাহ্ তায়ালার নিকট। আর আল্লাহ্ তায়ালার নিকট
    বেশি বেশি করে দোয়া করবেন এবং মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করেবেন।
  
  মৃত ব্যক্তিকে স্বপ্নে জীবিত দেখলে করণীয়
    মৃত ব্যক্তিকে স্বপ্নে জীবিত দেখলে করণীয় হচ্ছে আল্লাহ্ তায়ালার নিকট দান ও
    সদকা এবং দোয়া করা। তাছাড়া মৃত ব্যক্তিকে স্বপ্নে জীবিত দেখলে ভয় না পেয়ে
    আল্লাহ্ তায়ালা কে স্মরণ করুন। এছাড়া মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা এবং
    তার জন্য দান সদকা করুন।
  
  
    কারণ যখন আপনি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন তখন হয়তো সে ভালো অবস্থায়
    থাকে অথবা খারাপ অবস্থায় থাকেন। দুই ক্ষেত্রেই এর ব্যাখ্যা হচ্ছে ভিন্ন। তাই
    এই ধরণের স্বপ্ন দেখলে আল্লাহ্ তায়ালার নিকট বেশি বেশি দান সদকা এবং দোয়া
    করুন। এতে আল্লাহ্ আপনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
  
  স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখলে কি হয়
    স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখলে কি হয় এর অর্থ হচ্ছে ভালো। কেউ যদি স্বপ্নে
    জীবিত মানুষকে মৃত দেখে অর্থাৎ জীবিত কোনো মানুষকে মৃত দেখলো তাহলে এটা দেখা
    কোনো কোনো স্বপ্ন ব্যাখ্যা বিশারদ গণের মতে এটা দীর্ঘায়ু লাভের লক্ষণ।
  
  
    ধরুন আমি জীবিত মানুষ আমাকে যদি কেউ মৃত দেখে অথবা করো মা বাবাকে যদি কেউ মৃত
    দেখে করো স্বামী-স্ত্রী ভাই আত্মীয় স্বজন যাকেই মৃত দেখেন না কেন সে যদি জীবিত
    থাকে তাহলে এই সপ্ন দেখার ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা যাকেই দেখবেন তার
    দীর্ঘায়ু লাভ করবে এটা হচ্ছে কোনো কোনো ইমামের মতে।
  
  
    আবার কোনো কোনো স্বপ্ন ব্যাখ্যা বিশারদ গণ বলেছেন এই সমস্ত স্বপ্ন দেখা কখনো
    কখনো বিপদের ইঙ্গিত বহন করে। আবার কখনো কখনো এই স্বপ্ন যাকে নিয়ে দেখবেন তার
    অসুস্থতার ইঙ্গিত বহন করে। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে তার আর্থিক অস্বচ্ছতার
    ইঙ্গিত প্রকাশ করে।
  
  
    সব মিলিয়ে আপনি যেমনি দেখেন না কেনো স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখা অথবা
    স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখেন না কেন আপনাদের উচিত হবে দান সদকা করা আল্লাহ্
    তায়ালার দরবারে। রবের ক্রোধকে দমন করে এই দান সদকা এইজন্যে আল্লাহ্ তায়ালা
    কখনো যদি রাগান্বিত হোন তাহলে দান সদকা করলে আল্লাহ্ তায়ালা সেটা মাফ করে দেন।
    আপনার সকল বালা মুসিবত দূর হয়ে যাবে।
  
  স্বপ্নে মৃত মানুষকে আবার মরতে দেখলে কি হয়
      স্বপ্নে মৃত মানুষকে আবার মরতে দেখলে কি হয় এটার ব্যাখ্যা আপনাদের অনেকের
      কাছেই অজানা। কেউ যদি কোনো মারা যাওয়া ব্যক্তিকে স্বপ্নে দেখে অর্থাৎ একজন
      ব্যক্তি মারা গেছে আপনি জানেন তাকে আবার আপনি স্বপ্নের মধ্যে মারা যেতে
      দেখলেন।
    
    অর্থাৎ কোনো মৃত ব্যক্তি মারা
      গেছে তাকে আবার যদি মরতে দেখেন আর যদি এইরকম হয় সে চিৎকার ও বিলাপহীন
      অবস্থায় তার জন্য কান্নাকাটি করে যাচ্ছে এর অর্থ তার পরিবারের করো বিয়ে
      হবে, যার ফলে সে আনন্দিত। কিন্তু কান্নার সাথে উচ্চস্বরে বিলাপ ও চিৎকার
      দেখতে পেলে ব্যাখ্যা হবে তার সন্তানদের কেউ অথবা তার বংশের কেউ মারা যাবে।
শেষ কথাঃ স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
  আমারা অনেকেই স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা নিয়ে চিন্তায় পড়ে যাই। তাই আপনি যদি
  এইসকল স্বপ্ন দেখে থাকেন, তাহলে ভয় পাবেন না। সপ্ন হচ্ছে এমন একটি বিষয় যেটার
  মাধ্যমে আমাদেরকে অনেক কিছুর আদেশ করা হয় আবার নিষেধ করা হয়। যেগুলো আমার
  ঠিকমতো বুঝতে না পারার কারণে বিপদের সম্মুখীন হই। এইজন্য কোনো খারাপ সপ্ন দেখলে
  করো কাছে না বলাই উচিত। চুপচাপ দান সদকা করে দিবেন এবং আল্লাহ্ তায়ালার কাছে
  দোয়া করবেন যেন আপনার সাথে খারাপ কিছু না হয়।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url