স্বপ্নে কলা খেতে দেখলে অথবা খেলে কি হয় ইসলামিক ব্যাখ্যা
স্বপ্নে কলা দেখলে কি হয় বা খেতে দেখলে কি হয় এটা আমরা অনেকেই সঠিক জানি না। কেউ
স্বপ্নে পাকা কলা আবার কেউ কাঁচা কলা খেতে দেখেন। আবার অবিবাহিত অনেক পুরুষ ও
নারী স্বপ্নে পাকা কলা বা কাঁচা কলা খেতে দেখেন।
স্বপ্নে কলা খেতে দেখলে কি হয় এটা নিয়ে নানা রকম দুশ্চিন্তার মধ্যে পড়ে যান।
এরমধ্যে ভয়ও অনেক ধরনের আতঙ্ক কাজ করে। তবে চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে কলা
দেখলে কি হয় বা গর্ভাবস্থায় স্বপ্নের পাকা কলা দেখলে কি হয় এই সম্পর্কে
বিস্তারিত তথ্য।
সূচিপত্রঃ স্বপ্নে কলা দেখলে কি হয়
স্বপ্নে কলা দেখলে কি হয়
স্বপ্নে কলা দেখলে কি হয় এটা অনেকেই জানেন না। হযরত মুহাম্মদ ইবনে সিরীন
রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে কলা দেখা ধনীদের জন্য ধন-সম্পদ ও দ্বীনদারের জন্য
দ্বীন। অর্থাৎ কেউ যদি স্বপ্নে কলা দেখে আর স্বপ্নদ্রষ্টা যদি ধনী হয় তাহলে
বুঝতে হবে সে আরো বেশি ধন-সম্পদ লাভ করতে পারবে।
এবং আল্লাহ তায়ালা তার ধন-সম্পদ আরো বহুগুণ বাড়িয়ে দেবেন। আর সে যদি দ্বীনদার
ব্যক্তি হয় এবং সে যদি কলা দেখে তাহলে বুঝতে হবে দিনের পথে আরো এগিয়ে যেতে
পারবে। আর কলার পাতা দেখলে বুঝতে হবে অচিরেই স্বপ্ন দশটার সঙ্গে ভালো কিছু ঘটবে
সম্পদ এবং সৌভাগ্যের কোন কিছু সে লাভ করবে।
আবার স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখতে পেল যে সে কোথাও থেকে একটি কলা নিয়েছে বা
কিছু কলা নিয়েছে অথবা কেউ তাকে কলা দিয়েছে এই স্বপ্নটি দেখলে বুঝতে হবে এই
ব্যক্তি যদি ধনী হয়ে থাকে তাহলে তার সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে।
স্বপ্নে কোন অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি কলা খাচ্ছেন বা কলা
খেতে দেখলেন বা তিনি পাকা কলা দেখলেন ইন্দোর কলা দেখলেন তাহলে এটা দেখা সেই
অবিবাহিত ব্যক্তির খুব দ্রুত বিবাহ অনুষ্ঠিত হবে। অর্থাৎ ছেলে অথবা মেয়ে
স্বপ্নদ্রষ্টা যেই হোক না কেন এই স্বপ্নের অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার খুব
শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে।
গর্ভাবস্থায় স্বপ্নে পাকা কলা দেখলে কি হয়
গর্ভাবস্থায় স্বপ্নের পাকা কলা দেখলে কি হয় এটা নিয়ে অনেক গর্ভবতী মহিলারা
অনেক চিন্তায় থাকেন। বিশেষ করে গর্ব অবস্থায় স্বপ্নে পাকা কলা দেখলে বা
স্বপ্নে যদি কলা খেতে দেখেন তাহলে তার গর্ভ থেকে ছেলে সন্তান হবে এমনটা ইঙ্গিত
বহন করে।
যদি কোন গর্ভবতী মহিলা স্বপ্নে কলা খেতে দেখেন তাহলে ছেলে সন্তান লাভ হবে এমনটা
বোঝায়। আর যদি গর্ভবতী মহিলার স্বামী এমন কোন ব্যক্তি যদি স্বপ্নে কলা খেতে
দেখেন যার স্ত্রী গর্ভবতী তাহলে এটাও তার স্ত্রীর গর্ভ থেকে ছেলে হওয়ার ইঙ্গিত
বহন করে।
স্বপ্নে কলা খেতে দেখলে কি হয়
স্বপ্নে কলা খেয়ে দেখলে কি হয় এটা অনেকেই আমরা জানিনা। স্বপ্নে কলা খেতে দেখা
দিনও দুনিয়াবি কল্যাণ লাভ করবে। অর্থাৎ স্বপ্নে কলা খেতে দেখলে বুঝতে হবে সে
দ্বীন এবং দুনিয়ার দুই ধরনের কল্যাণ লাভ করবে। আল্লাহতালা আখেরাতে এবং
দুনিয়াতে সব জায়গাতে তাকে কল্যাণ এবং সৌভাগ্য দান করবেন ইনশাল্লাহ।
স্বপ্নে হলুদ কলা দেখলে কি হয়
স্বপ্নে হলুদ কলা দেখলে কি হয় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নে হলুদ গলা
দেখলে তিন ধরনের ব্যাখ্যা হতে পারে। যেমন: (১) সম্পদের প্রাচুর্য (২) দ্বীনের
উন্নতি (৩) হালাল জীবন যাপন ও সচ্ছল ভাবে জীবন যাপন করতে পারবে।
অর্থাৎ কেউ যদি স্বপ্নে হলুদ কলা দেখে তাহলে ধরে নিতে হবে সে প্রচুর সম্পদ লাভ
করতে যাচ্ছে অথবা আল্লাহর পথে এসে নিজেকে উৎসর্গ করছে অথবা সে তার জীবনে হালাল
পথে উপার্জন করছে এবং পরিবার আত্মীয়-স্বজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করার
ইঙ্গিত বহন করে।
স্বপ্নে পাকা কলা খেলে কি হয়
স্বপ্নে পাকা গুলা খেলে কি হয় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময়ে
স্বপ্নে পাকা কলা খেতে দেখি অথবা কাউকে পাকা কলা দিতে দেখি বা নিতে দেখি। আসলে
স্বপ্নে পাকা কলা খেলে এটি খুবই ভালো লক্ষণ বহন করে।
ছোট পাকা কলা খেতে দেখলে স্বপ্নদ্রষ্টার ধন-সম্পদ লাভের প্রতি ইঙ্গিত বহন করে।
যেকোনো কাজে সফলতা নিয়ে আসতে পারে। এবং তার জীবনে সুখ-শান্তিতে ভরে ওঠে।
স্বপ্নে কাঁচা কলা দেখলে কি হয়
স্বপ্নে কাঁচা করা দেখলে কি হয় জানতে চান? স্বপ্নে পাকা কলা খাওয়ার ব্যাখ্যা
যেমন ভালো ইঙ্গিত বহন করে ঠিক তেমনি কাচা কলা খেতে দেখলে বা দিকে দেখলেও ভালো
ইঙ্গিত বহন করে। স্বপ্নে কাঁচা গলা দেখার অর্থ হচ্ছে আপনি খুব শীঘ্রই
ধন-সম্পদের অধিকারী হতে পারবেন।
আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আপনি সেখান থেকে প্রচুর পরিমাণ আর্থিক লাভ করতে
পারবেন এবং আপনার জীবনে এমন কিছু ঘটবে যেটা আপনি কখনো প্রত্যাশা করতে পারবেন
না। জীবন যাপনে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন। আর পরিশেষে বলা যায়
আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী সকলেই আপনাকে সম্মান এর চোখে দেখবে এবং
ভালবাসবে।
স্বপ্নে কলা গাছ দেখলে কি হয়
স্বপ্নে কলা গাছ দেখলে কি হয় এটা যেন খুবই গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি কেউ কলা
গাছ দেখেন তাহলে এটা খুবই একটি কল্যাণকর বিষয়। স্বপ্নে কলা গাছ দেখা এটা অর্থ
লাভের প্রতি ইঙ্গিত বহন করে। অর্থাৎ স্বপ্ন দশটা জীবনে আর্থিক উন্নতি হবে।
শেষ কথাঃ স্বপ্নে কলা দেখলে কি হয়
পরিশেষে বলা যায় স্বপ্নে কলা দেখলে কি হয় এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে।
তবে স্বপ্নে কলা দেখলে এর ব্যাখ্যা সর্বদাই ভালো হয়। কারণ স্বপ্নে কলা দেখাবা
কলা গাছ দেখলে অনেক ভালো কিছু ইঙ্গিত বহন করে এর দ্বারা অর্থ সম্পদ লাভ হয়
মানুষের প্রতি বিশ্বাস সৃষ্টি হয় এবং বিশেষ কিছু কাজে সফলতা পাওয়া যায়। তাই
স্বপ্নে কলা দেখলে ভয় না পেয়ে আল্লাহ তাকে স্মরণ করুন এবং বেশি বেশি করে দান
ছদকা করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url